
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের দিক নির্দেশনায় ও সার্বিক ব্যাবস্থাপনায় কুলিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ নয়টি পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য আলফা। কয়েক সপ্তাহ পূর্বে আকস্মিক ভাবে কুলিয়া ইউনিয়ন সহ দেবহাটা উপজেলার কিছু এলাকা দিয়ে সাময়িক বিধ্বংসি ঘূর্ণিঝড় বয়ে যায়। যার কারনে কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এসময় তাৎক্ষনিক জেলা পরিষদ সদস্য আলফা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা দেন। তারই ধারাবাহিকতায় ১০আগস্ট মঙ্গলবার তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে উক্ত অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কুলিয়া ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল, ইউপি সদস্যা শ্যামলী রানী, সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা আশিকুর রহমান প্রমুখ।
৭