
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেছের আলী (৫২) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হার্ট স্ট্রোক জনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি কুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুষ্পকাটি গ্রামের মৃত ঠান্ডা কারিকারের ছেলে। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসর বাদ পুষ্পকাটি ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার পারিবারিক সুত্রে জানান, তিনি পারুলিয়া গরুরহাট সংলগ্ন সালাউদ্দীনের সমিলে থেকে কাঠের ব্যবসা করে। সেই সুবাদে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৭টায় বাড়ি থেকে পারুলিয়া কাঠ ঘরে যাওয়ার পর পরই তার বুকে জ¦ালা পোড়া করতে থাকলে তৎক্ষানিক তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কতব্যরত ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মরহুম মেছের আলীর মৃত্যুতে দেখতে আসেন ও তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারন সম্পাদক বিধান বর্মন, দেবহাটা রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঈমাম, শিক্ষক ও সর্ব স্তরের মানুষ।