প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের মেজ বোনজামাই সিরাজুল ইসলাম রোববার ভোরে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বেলেডাঙা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি মারণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি একজন হোমিও চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন। স্থানীয় একটি মসজিদের ইমামতিও করতেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কুয়েত প্রবাসী দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ স্ত্রী এবং বহু শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, বিশিষ্ঠ রাজনীতিবীদ শেখ হারুণ অর রশিদ, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, আসাদুজ্জামান লাভলু, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, মরিয়ম মান্নান, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।