
হাফিজুর রহমান / হাবিবুল্লাহ বাহার ঃ ব্যাটারী চালিত ভ্যানের ৪টি চোরাই ব্যাটারী সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজারে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা মৌতলা গ্রামের মন্ডল গাজীর পুত্র আব্দুল গাজী (৩৭), পরমানন্দকাটী গ্রামের আবু বক্কারের পুত্র শামীম হোসেন (৩৫) এবং চোরের সরদার শ্যামনগর থানার উত্তর চন্ডিপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর পুত্র আরিফুল ইসলাম (২২)। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান, মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান কুশুলিয়া গ্রামের ভ্যানচালক সফিকুল ঢালীর ব্যাটারী চালিত ভ্যান হতে ব্যাটারী চুরি হওয়ার ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬। উক্ত মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরিকৃত ভ্যানের ব্যাটারী গুলো বিক্রি করার সময় চোরের সরদার আরিফুল সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।