জি,এম,নজরুল ইসলাম (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২০২০ সালে ১জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় ১১৩ নাং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। উৎসব মুখর পরিবেশে ১১৩ নাং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজল কান্তি সদ্দার বই উৎসব অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়েছে শিক্ষার্থীদের মন। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীর উচ্ছ্বাস ছুঁয়ে
দিয়েছে শিক্ষক-অভিভাবকদের ও।
সভাপতি সকল ছাত্র ছাত্রীদের উদশ্যে বলেন, তোমরা পরিস্কার পরিচ্ছন্ন হয়ে স্কুল ড্রেস পরে নিয়মিত স্কুলে আসবে, ভালভাবে মনদিয়ে পড়াশুনা করবে, তোমরা একদিন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ সেবার মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। বড় ডাক্তার হবে,ইঞ্জিনিয়ার হবে,পাইলট হবে।
বই বিতরন উৎসবে উপস্থিত ছিলেন,অএবিদ্যালয়ের প্রধান শিক্ষীকা ইন্দ্রানী মন্ডল, শিক্ষক বজলুর রহমান,শিক্ষীকা জাহানারা পারভীন,শিক্ষীকা সুচিত্রা রানী মন্ডল। আরো উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী।
কালিনগর প্রাইমারী স্কুলে বই বিতরণ উৎসব
পূর্ববর্তী পোস্ট