
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় কদমতলা ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাউন্সিলর গঠন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এবং রতনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পেয়ার আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জর্জ কোর্টের এ পি.পি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ। মতবিনিময় সভা শেষে তৃনমূল নেতাকর্মীদের মতমতের ভিত্তিতে ও উপস্থিত নেতৃবৃন্দের যাচাই বাছাইয়ের মাধ্যমে উপস্থিত সকলের সামনে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর গঠন করে নাম ঘোষনা করা হয়।