আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের গলির পৃথক তিনটি রাস্তা আরসিসি ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় তিন হাজার স্কয়ার ফুট রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন মৌতলা ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এসময়ে উপস্থিত ছিলেন মৌতলা বাজার কমিটির সভাপতি শেখ মাহমুদুল হক জিল্লুরসহ সভাপতি কাজী শরিফুল ইসলাম, সেক্রেটারী কাজী ফয়সাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শেখ নুরুন্নবী শাহিন, কোষাধ্যক্ষ মুন্সী মোদাচ্ছের হোসেন প্রমুখ।উপজেলার মধ্যে পাইকারী ও আড়ৎদারী ব্যবসাখ্যাত মৌতলা বাজারের মাছ ও সবজী ব্যাবসায়ীদের জন্য পৃথক পৃথক সেড, পয়- নিস্কাশন, যথাযথ সুপেয় পানির পাশাপাশি টয়লেটের ব্যবস্থা, একাধিক রাস্তা ঢালাই কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাজারের সাধারন ব্যাবসায়ী ও অত্র অঞ্চলের মানুষের হাট বাজারের সার্বিক দিক বিবেচনা করে বাজার উন্নয়নের লক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। তিনি ঢালাই কাজ উদ্বোধন থেকে শুরু করে কাজ শেষ না হওয়া অবধি কাজের তদারকি করেন।