
হাফিজুর রহমান, কালিগঞ্জ: প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরণে অংশ হিসাবে কালিগঞ্জ উপজেলার ৫’শ ৪০টি মসজিদে ৫ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এর চেক প্রদান সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি ইমাম হাফেজ আব্দুল গফুর প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিূেলন কালীগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার নুরুল ইসলাম উপজেলা মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
চেক প্রদান অনুষ্ঠান শেষে দেশ ব্যাপী কোভিট-১৯ নামক করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে মসজিদে স্বাস্থ্য বিধি সম্পর্কে সবাই কে অবহতি করার জন্য অনুরোধ জানানো হয়। প্রতিকুল পরিস্থিতিতেও প্রধান মন্ত্রী দেশের সকল মসজিদে তার অনুদানের চেক প্রদান করেছে।