
মোঃ আবু বক্কর সিদ্দিক,কৃষ্ণনগর, (কালিগঞ্জ) প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২০ সালের ১লা জানুয়ারি বই দিবস পালিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার হল রুমে আরবী প্রভাষক মাওঃ শহীদুল্যাহর সঞ্চালনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার। অধ্যক্ষের স্বাগত বক্তব্যের পর সভাপতি মহোদয় তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশগুলো যেটি পারেনি বাংলাদেশ সেটি করে দেখিয়েছে। সভাপতির স্বাগত বক্তব্যের পর বক্তব্য প্রদান করেন স্বাধীনতার সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা শামসুর রাহমান ও মুক্তিযোদ্ধা শেখ আঃ রশীদ। এরপর ছাত্র ছাত্রীদের মাঝে ২০২০ সালের নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মাওঃ মিজানুর রহমান, বাংলা প্রভাষক ও দৈনিক সারসা বার্তার কালিগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুল আমিন,ইংরেজি প্রভাষক জুবাইর ইসলাম, জুনিয়ার শিক্ষক শিরিনা পারভীন,ক্বারী মোবারক হোসেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক।