
মোঃ আবু বক্কর সিদ্দিকঃ কবিতা আর ছড়ায় ছড়ায় আলো ছড়িয়ে চলেছেন কালিগঞ্জের মুহাম্মদ ইব্রাহিম বাহারী। ছাত্র জীবন থেকেই তাঁর লেখা লেখীতে আগ্রহ। স্থানীয় পত্র পত্রিকাসহ অনেক জাতীয় পত্রিকাতে ইব্রাহিম বাহারীর ছড়া, কবিতা ও ছোট গল্প প্রকাশ হয়েছে। এছাড়া দেশব্যপি শিশু সাহিত্য প্রতিযোগিতায় তাঁর”দূরন্ত শৈশব”পাণ্ডুলিপির জন্য টপ-টুয়েন্টিতে পঞ্চম স্থান অধিকার করে সাতক্ষীরার শিশুসাহিত্যকে এগিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, তাঁর প্রকাশিত বই ৪টি
১,স্বর্ণলতা ২,হাজার পাখির দেশ
৩, চড়ুইভাতি ৪, ঘোমটা খোলে চাঁদের বুড়ি। এছাড়া ২০২০ গ্রন্থ মেলায় তাঁর দুটি গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে ১,দূরন্ত শৈশব ২, পাখির মতো মনটা উড়োউড়ো।
তিনি আগামী ২৫ শে জানুয়ারী ভারতের মেঘালয় রাজ্যের জাফলং ডাউকিতে পাপড়ি তরুণ শিশুসাহিত্য পুরস্কার ও সেরালেখক সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহন করবেন এবং সন্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহন করবেন। পাপড়ি তরুণ শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্তদের উক্ত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
শিশু সাহিত্যের পাণ্ডুলিপি ভিত্তিক প্রতিযোগিতায় গল্প ও ছড়া বিভাগে টপটোয়েন্টি তালিকার ৪০ জন সহ মোট ৪২ জন তরুণ শিশু সাহিত্যককে উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে। পাপড়ি পাণ্ডুলিপি প্রতিযোগিতার বিগত বছরসমূহের বিজয়ীদেরকেও একই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তাছাড়াও তিনি বর্তমানে বিষ্ণুপুর পি,এন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী মৌলুভী হিসাবে কর্মরত আছেন।