
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে প্রতারনার ফাঁদে ফেলে সরল বিশ্বাসের সুযোগে বৃদ্ধা ফুফুর ৬ শতক জমি লিখে নেওয়ার কথা বলে কোটি টাকা মুল্যের ৩৩ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ প্রতারক ভাইপো নাজমুল ইসলাম ওরফে বিদ্যুৎ দালাল বাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৭ নভেম্বর বেলা ২টার সময় কালিগঞ্জ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস কক্ষে। ভুক্তভোগী বৃদ্ধা সফুরা খাতুনের দায়েরকৃত থানায় অভিযোগের তদন্তে গত বুধবার বিকাল ৫টার সময় এ সত্যতা মেলে বলে থানার সহকারি উপ-পরিদর্শক হুমায়ুন কবির এ প্রতিনিধিকে জানান থানায় অভিযোগ এবং ভুক্তভোগী কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটী গ্রামের মৃত মীর শওকাত আলী স্ত্রী সফুরা খাতুন (৬৫), এবং তার পুত্র আলমগীর, জাহাঙ্গীর জানান উপজেলার গণপতি গ্রামের আমার ভাই শেখ মহিউদ্দিনের পুত্র ভাইপো শেখ নাজমুল ইসলাম এবং তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র বাটুল মেম্বরের যোগসজাগে আমার নিকট হতে ৬ শতক জমি সাড়ে ৫ লাক্ষ টাকায় ক্রয় করার জন্য চুক্তি বদ্ধ হয়। চুক্তি মোতাবেক গত ৭ নভেম্বর আমার নিকট হতে ৬ শতক জমি লিখে নেবে বলে কালিগঞ্জ রেজিষ্ট্রি অফিসে নিয়ে আসে। সেখানে আমাকে একটি ঘরে আটকে রেখে তার পছন্দ মতন দলিল লেখক দিয়ে ৬ শতকের পরিবর্তে ৩৩ শতক জমি দলিলে লিখে ১৫ লক্ষ টাকা মূল্য নির্ধারন করে সরলতার সুযোগ নিয়ে সাব-রেজিষ্টারের নিকট মিথ্যা বলতে বাধ্য করিয়ে ১ বিঘা সম্পত্তি নিখে নেয়। কিন্তু লিখে নেওয়ার পরে তার সহযোগী বাটুল মেম্বর মাধ্যমে আমাকে সাড়ে ৫ লক্ষ টাকা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে আমার ২পুত্রকে সাথে নিয়ে তার বাড়ীতে গেলে সে তাড়িয়ে বের করে দেয়। পরবর্তীতে আমি রেজিষ্ট্রি অফিস থেকে দলিলের নকল তুলে দেখতে পাই কালিগঞ্জ নাজিমগঞ্জ সোনালী ব্যাংকের দঃপার্শ্বে পাকা বাড়ী সহ সমুদয় ১ বিঘা জমি লিখে নিয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগের তদন্তে সত্যতা মিললেও রেজিষ্ট্রির দোহাই দিয়ে পার পাবার পায়তারায় লিপ্ত আছে। এদিকে ভুক্তভোগী বৃদ্ধা সফুরা খাত্নু বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। এ ব্যপারে প্রতারক নাজমুল ইসলাম ওরফে বাবুর নিকট জিঞ্জাসা করলে প্রথমে ঘটনার সত্যতা স্বীকার করলেও পরবর্তীতে রেজিষ্ট্রি দলিলের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী সফুরা খাতুন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।