
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, যৌতুকের টাকা না পেলে, তালাক দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আশরাফুলের (২৮) বিরুদ্ধে। জানা গেছে, আট বছর পূর্বে একই উপজেলার ফতেপুর গ্রামের ফজলুল করিম সরদারের কন্যা মোছা. ফারজানা খাতুন (২৬) এর সাথে বিয়ে হয় এবং আব্দুল্লাহ (৭) নামে একটি পুত্র সন্তান আছে। ফারজানার পিতা মাতা মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ টাকা স্বর্ণ অলংকার দেয় জামাইকে কিন্তু ইহা তো সে তুষ্ট নয়। জানা গেছে সে, মাদকাসক্ত ও দুশ্চরিত্র প্রকৃতির। যার কারণে সংসারের মাঝে সব সময় খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রী ফারজানাকে মারধর করতো।গত ১৫/০৯/২৩ তারিখে আবারো আশরাফুল তার মা ও বোনের কু-প্রচারনায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফারজানাকে অমানুষিক মারপিট করে তাদের এই বিষয় এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হলে তারা তা মানেনি। পরবর্তীতে তারা কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। তাই ফারজানা ও তার পরিবার সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।