
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ বাস-টার্মিনাল হতে যশোরগামী বিরতিহীন যাত্রবাহী ১টি বাস সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে ১ মটরসাইকেল চালক রাস্তা পার হওয়ার সময় চাঁপা দিয়ে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে খাদে পড়লে মটরসাইকেল চালক নিহত ও বাসের যাত্রী নারী-পুরুষসহ ৭ জন গরুতর আহত হয়েছে। শনিবার বেলা ১টার সময় এ দূর্ঘটনা ঘটার পর বাসের ড্রাইভার পালিয়ে গেলেও হেলাপার আহত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীরা গুরুতর নিহত ও আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত ব্যাক্তি মটরসাইকেল চালক কাজী সাইদুল ইসলাম ওরফে ময়না(৪০) উপজেলার মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের পুত্র। আহতরা হলো কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের শাহাদাত হোসেনর পুত্র বাসের হেলাপার আলামিন (৩২), বিষ্ণুপুর গ্রামের গোবিন্দ বিশ^াসের পুত্র পলাশ বিশ^াস(৩০), নিজদেবপুর গ্রামের মৃত আসমাতুল্লার পুত্র আজিজার রহমান(৬০), কুশুলিয়া গ্রামের প্রশান্ত সরদারের কন্যা তন্দ্রা সরদার (২৩), বন্দকাটি গ্রামের মেহেদী হাসান রাজুর স্ত্রী তামান্না সুলতানা ওরফে মুক্তা(৪২), রতনপুর গ্রামের আব্দুর রফিক সরদারের স্ত্রী সাজিদা বান ু(৫০) এবং শ্যামনগর থানার বাদঘাটা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সাইফুদ্দিন সিদ্দিকি (১৮)। গুরুতর আহদের মধ্যে আলামিন, আজিজার রহমান, এবং সাইফুদ্দিন সিদ্দিকিকে আশাংকা জনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কালিগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান জানান। দূঘর্টনার পরপরই স্থানীয় উত্তোজিত জনতা প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখলে থানা হতে উপ-পরিদর্শক সালাউদ্দিন, চিন্ময় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষ দর্শী সাইফুল, মনটু, রহমান সহ অন্যানরা জানান খুলনা মেট্রো- জ- ১১-০০৭৩ নম্বর যশোরগ্রামী বিরতিহীন বাসটি যাত্রী বোঝাই করে ১২ টা ৫০ মিনিয়ে কালিগঞ্জ বাস-টার্মিনাল হতে ছেড়ে যশোরের উদ্দেশ্য সাতক্ষীরা অভিমুখে যাত্রা শুরু করে। কালিগঞ্জ টার্মিনাল হতে ১ কিঃ মিঃ দূরে কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কে ডান পাশে স্টার ফিলিং স্টেশন হতে তার ব্যবহারিত এপাছি মটর বাইকে পেট্টোল নিয়ে মটর সাইকেল চালক কাজী সাইদুল ইসলাম ওরফে ময়না রাস্তা পার হওয়ার সময় পিছন দিক হতে ছেড়ে আসা যাত্রী বাহী বাসটি বাঁচানোর চেষ্টা করে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে খাদে পড়লে বাসের যাত্রীদের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের বাড়ী মৌতলা গ্রামে তার স্বজনরা নিয়ে যায়। কালিগঞ্জ বাস-টার্মিনাল হতে যাত্রীবাহি বাসগুলো এবং সাতক্ষীরা হতে ছেড়ে আসা বাসগুলো সাদপুর ব্রীজ পর্যন্ত দ্রুত গতিতে চালকরা বাস চালানোর ফলে এই দূঘর্টনা ঘটে বলে স্থানীয়রা জানান।