
হাবিবুল্লাহ বাহার হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা নরহরকাটি গ্রামে ভূমিহীনের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। জানাগেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এক ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভুক্তভোগ ভূমিহীন আবুল হোসেন (৫৫) বাদী হয়ে মোবারক আলী সরদারের ছেলে আনারুল ইসলামকে (৪৮) প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবার এবং থানার সূত্রে জানাগেছে, ভূমিহীন পাড়ায় দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের ভূমিদূস্যু আনারুলের মৎস্য ঘের রয়েছে। তারা দিবাগত রাত ৮টার সময় ঘেরের বাসায় লোক-জন নিয়ে ডেক জালিয়ে রান্না করে এবং লাউড স্পিকার বাজিয়ে উচ্চস্বরে আওয়াজ করে গান বাজনা আনন্দ ফুর্তি করতে থাকে। এসময় ভুক্তভোগী আবুল হোসেনসহ তার পরিবারের সদস্যরা গভীর ঘুমে মগ্ন থাকা অবস্থায় আনারুল গং অস্ত্র- সস্ত্র নিয়ে হাকাহাকি করতে থাকে। এরপর আনারুল গং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘুম ভেঙ্গে দেখি ঘরে আগুন জ¦লছে। এবং তারা আমাদের উচ্ছেদ করার জন্য পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল। পরর্বীতে আমি চিৎকার করলে আশ-পাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরেজমিনে যেয়ে দেখা যায়, ভূমিহীন আবুল হোসেনের বসত ঘর সহ পারিবারিক সকল প্রয়োজনীয় আসবারপত্র পুড়ে গেছে। বিষয়টি এলকায় জানাজানি হয়ে গেলে আনারুল গং মিথ্যা নাটক সাজিয়ে নিজের ঘর জ¦ালিয়ে দেয়।
এব্যাপারে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাতনদীকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।