হাফিজুর রহমান:
কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন। রবিবার বিকাল ৪টায় মোটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলী সহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকাল ৫টায় তিনি বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারন সম্পাদক শম্ভু কর্মকার সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি শরস কুমার সরকার ও সাধারন সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডল সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৭টায় কৃষ্ণনগর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজা মন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারন সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষ সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।