হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ- রাস্তার উপরে পল্লী বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৩৫) নামে ১ বিদ্যুৎ মিস্ত্রি যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। নিহত মনিরুল ইসলাম কৃষ্ণনগর গ্রামের শামসুল মোড়লের পুত্র। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে এবং স্থানীয় ইউপি সদস্য তপন মন্ডল জানান, সারারাত প্রবল বর্ষণে কালিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে রাস্তার উপরে পড়েছিল সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় বিদ্যুৎ মিস্ত্রী মনিরুল ইসলাম উক্ত তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে খানপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু!
পূর্ববর্তী পোস্ট