
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- মাদকবিরোধী অভিযানে ৩ বোতল বিদেশী মদসহ মফিজুর রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের মনসুর আলীর পুত্র৷ ঘটনাটি ঘটেছে রবিবার (০১আগস্ট) রাত ১২টার সময় উপজেলার খুব্দিপুর গ্রামে। উক্ত ঘটনায় থানার সহকারি উপ-পরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সিহাবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খুব্দিপুর গ্রাম হতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মফিজুর রহমান কে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।