
কালিগঞ্জ ব্যুরো:
কালিগঞ্জে একটি ফার্নিচার তৈরির দোকানে অগ্নিকাÐে পুড়ে গেছে আনুমানিক ২ লক্ষ টাকার ফার্নিচার তৈরির সরঞ্জাম, কাঠ ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র। রবিবার (৩০ জানুয়ারী) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা নিউ ফার্নিচারের দোকানে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ থাকার কারণে আগুনের স‚ত্রপাত জানা যায়নি। তবে ফার্নিচারের দোকানের পিছন থেকে আগুনের গোডাউন থেকে স‚ত্রপাত হয়। এসময় আগুন মুহ‚র্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে বেশ কিছু কাঠের দরজা, জানালা, চেয়ার, টেবিল, ফার্নিচার তৈরির যাবতীয় সরঞ্জাম আগুনে পুড়ে আনুমানিক ২ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়।
কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকান্ডের খবরে দ্রæত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ফার্ণিচারের দোকানটিতে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের কারণে আগুন দ্রæত পুরো দোকানে ছড়িয়ে পরে। তারা আরো জানান, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডে দোকানে থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে ।