
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ৭১ পিচ ইয়াবা, সাড়ে ১২ গ্রাম গাঁজা, ৩ লিটার দেশীয় মদ সহ আটক ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার পুলিশের পৃথক অভিযানে আটক মাদককারিদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার মোহাম্মদ আলীর পুত্র আবু জাফর (২২), নলতা ইউনিয়নের শামত আলীর ছেলে রেজাউল ইসলাম(৩৫), এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (৩০), একই ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের খালিদ শেখের ছেলে ফরিদ শেখ (২৭), ইশ^রীপুর ইউনিয়নের ঈশ^রীপুর গ্রামের জাকিরের ছেলে আবুল হোসেন (২৬), ভেটখালী ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের শফিকুলের ছেলে নাজমুল (২৪)।
থানা সূত্রে জানাযায়, থানার উপ-পরিদর্শক সন্দীপ বিশ^াস ও সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমান, জামাল হোসেন, তারেক আলী সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ফুলতলা মোড় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতনদীকে জানান, আটক ব্যক্তিদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।