
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহার:- পুলিশের তাড়া খেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও কোন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতার মানিকতলা জলিলের রাইস মিলের সামনে। উক্ত ঘটনায় থানার সহকারি উপ-পরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২/৩ জনের নামে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাঃ- ৮। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা সাতনদীকে জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারিরা খানজিয়া সীমান্ত দিয়ে একটি ফেনসিডিল চালান পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারিদের ধাওয়া করলে মোটরসাইকেল যোগে পালানোর পথে পূর্ব নলতা মানিকতলা জলিলের রাইস মিলের সামনে একটি বস্তায় ১৩০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাদক কারবারীদের পুলিশ গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করিনি।