
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জে কাইয়ুম হোসেন (৪) নামের এক শিশুর মৎস্য ঘেরে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কাইয়ুম হোসেন ওই গ্রামের কবিরুল কারিগরের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাইয়ুম বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে মৎস্য ঘেরে নেমে পড়ে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশু কাইয়ুম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।