
হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: দখলকৃত পানি উন্নয়ন বোর্ডের জমি মাপতে গেলে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে রফিকুল বাহিনীর সন্ত্রাসী হামলা ও বেধড়ক পিটুনিতে আব্দুর রহমান ও আহাসানুর নামে ২ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
ওই সময় প্রাণে বাঁচতে এস, ও, তন্ময় হালদার এর ট্রিপল নাইনে ফোন পেয়ে থানা হতে পুলিশ গিয়ে উদ্ধার করলে সবাই প্রাণে রক্ষা পায়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন নারায়নপুর ¯øুইসগেট গেটের উপর রবিবার( ১৭ এপ্রিল) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। ওই সময় পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহত ২জনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এস, ও, তন্ময় হালদার বাদী হয়ে রাতে ৬/৭ জনকে আসামী করে থানায় একটি এজাহার দাখিল করে।
থানা স‚ত্রে এবং এস, ও, তন্ময় হালদার সাংবাদিকদের জানান কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন নারায়ণ পুর মৌজার নারায়নপুর ¯øুইসগেটের জমি অ্যাডভোকেট রফিকুল ইলাহী গং এর লোকজন দীর্ঘদিন যাবত জবর দখল করে খেয়ে আসছিল। উক্ত জমি মাপ জরিপ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের এস, ও, তন্ময় হালদারের নেতৃত্বে সার্ভেয়ার আশাহানুর এবং রুহুল আমিন ঘটনাস্থলে গেলে প‚র্ব পরিকল্পিতভাবে অ্যাডভোকেট রফিকুল এলাহীর পুত্র ইলিয়াস হোসেন এবং তার ভাই শফিকুল ইসলাম, পল্টি কুদ্দুস সহ নেতৃত্বে ২০/২৫জনের একটি সন্ত্রাসী বাহিনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ওপর বেধড়ক মারপিট শুরু করে। ওই সময় অবস্থা বেগতিক দেখে এস, এস ও তন্ময় হালদার পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯ ফোন করে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান সাংবাদিকদের জানায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে মামলার প্রক্রিয়াধীন আছে।