
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জানাযা পড়তে কালিগঞ্জ আসার পথে স্বপ্নীল পরিবহনের ধাক্কায় লাশ হয়ে বাড়ীতে ফিরতে হলো গরিব দিন মজুর হেলিকাপ্টার চালক আঃ সাত্তার মল্লিককে (৫০)। বুধবার বেলা ২টার সময় কালিগঞ্জ, শ্যামনগর মহাসড়কের কালিগঞ্জের মোসলেমের হাটখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার মল্লিক কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া গ্রামের মৃত মান্দার মল্লিকের পুত্র। প্রত্যক্ষদর্শী সোবহান, কুদ্দুস, বাপ্পী সহ একাধিক ব্যক্তি জানান পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট্রো ব-১১-৮০৮১ নম্বর স্বপ্নীল পরিবহনটি শ্যামনগর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক হতে হেলিকাপ্টার/সাইকেল যোগে কালিগঞ্জে বাজারগ্রাম গ্রামের মোজাহারের জানাযা পড়তে আসার সময় রাস্তার বিপরীতে যেয়ে হেলিকাপ্টার চালক সাত্তার মল্লিককে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করে। ঐ সময় পরিবহন ফেলে চালক এবং হেলপাররা পালিয়ে যায়। তখন উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ঘাতক পরিবহটিকে আটকে রাখে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হেলিকাপ্টার চালক ছাত্তার মল্লিককে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মায়াজ আবরার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক সালাউদ্দিন ঘটনাস্থল থেকে ঘাতক পরিবহনটি জব্দ এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও বাসের চালক বা হেলপারকে আটক করতে পারিনি। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মৃত হেলিকাপ্টার চালক সাত্তার মল্লিকের পরিবারের সঙ্গে শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে সমযোথার চেষ্টা চলছিল। এ ব্যপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দূঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।