
হাফিজুর রহমান : ফারাজের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামা ভাগ্নে, শালা বোনাই উভয়ের বেধড়ক পিটুনিতে শালা বোনাই হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। ঐসময় আহত অবস্থায় স্থানীয়রা ধলবাড়িয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলীর পুত্র নূরুল ইসলাম (৫৮) এবং তার ভগ্নিপতি পার্শ্ববর্তী উচ্ছেপাড়া গ্রামের মৃত বাল্লক গাজীর পুত্র মুজিবর রহমানকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় আহত শেখ নুরুল ইসলামের পুত্র শেখ আরাফাত হোসেন এবং মুজিবর রহমান বাদী হয়ে পরষ্পর বিরোধী বৃহস্পতিবার থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে এ.এস.আই সেলিম রেজাকে পাঠানো হয়েছে। তদন্তের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানার অভিযোগ এবং স্থানীয় ইউপি সদস্য, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, কালাম সহ একাধিক গ্রামবাসী এ প্রতিনিধিকে জানান ধলবাড়িয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে তার ভগ্নিপতি মুজিবর রহমানের ফারাজ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মনোমালিন্য বিরোধ চলে আসছিলো। সম্পর্কে তারা শালা দুলাভাই ও মামাতো ফুফাতো ভাই। গত শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় নূরুল ইসলাম গাজীর আম্মা মারা যায়। উক্ত খবরে তার ভগ্নিপতি মুজিবর রহমান বোন ফজিলা খাতুন এবং পুলিশে চাকুরীরত ফরিদ হোসেন তাদের বাড়ীতে যায়। এসময় দুপুরে দাফনের পর ফারাজের জমি নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে লাঠিসোঠা নিয়ে বেধড়ক পিটুনিতে মুজিবর এবং তার শ্যালক নূরুল ইসলাম আহত হয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়।