
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সাজ্জাত হোসেন ওরফে সাজু (৩০) এক যুবককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসিরা। শুক্রবার বেলা ২টার সময় কালিগঞ্জ উপজেলার জুম্মার নামাজের পর পাউখালী নামক রাস্তার উপরে এঘটনা ঘটে। আহত সাজ্জাত হোসেন দেয়া গ্রামের আমানউল্লাহ সরদারের পুত্র। ঐ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কালিগঞ্জ হাসপাতালে আশংঙ্কা জনক অবস্থায় ভর্তি করে। থানায় অভিযোগ ও হাসপাতালে সাজ্জাত ও তার পরিবারের সদস্যরা জানান দেয়া গ্রামের সাহাদত সরদারের পুত্র ইয়ারাজ সরদারের (৩০) সঙ্গে জমি-জমা সংক্রান্ত মৎস্য ঘের নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছিল। তার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে শুক্রবার পাউখালী মসজিদে জুম্মার নামাজ শেষে বেলা আনুমানিক ২ টার সময় বাড়ী ফেরার পথে ওৎ ফেতে থাকা ইয়ারাজের নেতৃত্বে ৪/৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসি নিয়ে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ঐ সময় পথ চলিত মুসল্লিরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে এ ব্যাপারে সাজ্জাত হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছে।