আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডাকবাংলা মোড়স্থ কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশসহ উপজেলা প্রশাসন, থানা’র ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানাসহ কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধারা মো. আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।
কালিগঞ্জে উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
পূর্ববর্তী পোস্ট