
মামুন বিল্লাহ (কালিগঞ্জ): বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৪ আগস্ট বিকাল ৪টায় কালিগঞ্জ আলামিন ট্রাস্ট মসজিদ সংলগ্ন ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালির পরিচালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা নির্বাহী সদস্য ফজলে মাবুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ নলতা ইউনিয়ন শাখার সভাপতি রফিক হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তারালি ইউনিয়ন সভাপতি আরিফ বিল্লাহ, প্রভাষক মামুন বিল্লাহ, কাউসার আলী, সাইফুল ইসলাম,আব্দুল গফুর, আবু ঈসা প্রমুখ।