
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) রাতে কালিগঞ্জ উপজেলায় যোগদান করেন। তিনি বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন। তার বাড়ি মাদারী পুর জেলায়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কালিগঞ্জ উপজেলার সকল উন্নয়ন মুলক ভালো কাজের সহযোগীতা চান। তিনি উপজেলার সকল নাগরিকদের সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ভুতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকতা সরদার মোস্তফা শাহিন গত ১২ সেপ্টেম্বর ২০১৯ বদলী হওয়ায় কালিগঞ্জ উপজেলা শূন্যতা বিরাজ করছিল। দীর্ঘদিন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি দীর্ঘ ১ মাস ১১দিন শুন্য থাকার পর অবশেষে নবাগত নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল যোগদান করেন।