
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার সদর ভূমিহীন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আতিয়ার সভাপতি ও মহব্বত হোসেন সাধারণ সম্পাদক এবং শাহিনুর গাইনে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা সদর ভূমিহীন সমিতির কমিটি গঠন হয়েছে। শুক্রবার বিকাল ৩টার সময় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী নতুন হাট চত্তরে ভূমিহীনদের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় কালিগঞ্জ সদর ভূমিহীন সমিতির আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ও কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম (মনি), ভূমিহীন রহমান আলী, আজগার আলী, আঃ রহমান, রহিমা খাতুন, ফতেমা খাতুন, আনোয়ারা বেগম, মনিরা খাতুন প্রমুখ। সবাই সর্ব সম্মতি ক্রমে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল সহ-সভাপতি রহজান আলী, আজগার আলী, আ রহমান, যুগ্ম সম্পাদক ফজর আলী, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ মোহর আলী কারিকর, সমাজ কল্যান সম্পাদক কাওছার আলী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক আকরাম ড্রাইভার, সদস্য কাজেম আলী, আঃ রহমান, ফারুখ হোসেন, আবু বক্কর, শরিফুল ইসলাম, মাছুদ, নওশের, মন্টু, রউফ, জামাত আলী, খায়রুল , জিয়াদ , আবুল কালাম, কওছার, রব্বানী, কাদের, এমলাক, হামিদ সুবহান, আতাউর, মোশারাফ, আহসানুল, মোশারাফ -২, আবু বক্কর -২, নজরুল, আঃ কুদ্দুস, শরিফুল ইসলাম, আজিবর, রিয়াজুল, রফিকুল, আফসার, নুরুজ্জামান, মামুন, আঃ গফুর, কামরুল, ছাকাত, মোমিন, কাদের, গোঙ্গা গাজি, শ্রীপদ, আঃ গনি, শহিদুল, সাত্তার, মোরশেদ, করিম, সালাম এবং হযরত আলী। আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।