কলারোয়া ব্যুরো :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীন অবস্থায় মারা যাওয়া বিএনপির ৪ নেতার কবর জিয়ারত ও তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার বিকেল থেকে রাত অবধি মৃত্যুবরণকারী জয়নগরের বিদারুল ইসলাম, কয়লা গ্রামের মাস্টার আব্দুস সাত্তার, ঝিকরা গ্রামের মাহফুজুর রহমান সাবু ও তুলসীডাঙ্গা গ্রামের জাবিদ রায়হান লাকির কবর জিয়ারত করেন হাবিবুল ইসলাম হাবিব।
এসময় জয়নগর থেকে কয়লা আসার পথে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ধানদিয়া চৌরাস্তা, সিংহলাল বাজার, বুইতা ও কয়লা বাজারে পৃথক পথসভায় বক্তব্য দেন। এসময় উপস্থিত বিপুল সংখ্যক জনতা তাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
তার সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচ্চু, আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, আক্তারুল ইসলাম, রবিউল ইসলাম, গোলাম রসুল, মফিজুল ইসলাম মফি, ইয়াছিন আলি, উপজেলা যুবদল নেতা কে এম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, এমএ রব শাহিন, আরিফুর রহমান রঞ্জু, তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদল নেতা শাহজালাল আহম্মেদ সাজুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক ।