
কাদাকাটি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মহিলা মেম্বারের কলাগাছ ও কচু ক্ষেত কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
কাদাকাটি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর বাড়ির পাশে বেড় রয়েছে। বেড়ে অন্যান্য গাছগাছালির সাথে কলাগাছ ও ক্ষেতে কচু চাষ করা হয়েছে। বেড়ের সীমানার কচুক্ষেত নিয়ে সোমবার সকালে আঃ ছাত্তার গাজীর ছেলে আছাদুল দিং এর সাথে মেম্বারদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে পূর্ব শত্রুতার জেরে আছাদুল, শরিফুল, আছিয়া বেগম, আছাদুলের স্ত্রী বেলা ১১ টার দিকে তাদের বেড়ে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা প্রায় ৫০ টি কলাগাছ ও কচুগাছ কেটে তছনছ করতে থাকে, এবং সীমানার নেট তুলে দিতে থাকে। মেম্বারের স্বামী মন্টু অধিকারী বাধা নিষেধ করতে গেলে হুমকী ধামকী দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বিষয়টি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নের্তৃবৃন্দকে অবহিত করা হলে অনেকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতি তছরুপ দেখে হতবাক হয়ে পড়েন। এব্যাপারে অভিযুক্ত আছাদুল গাজীর সাথে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু সাংবাদিকদের জানান, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাই। অমানবিক ভাবে ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে দাবী জানাচ্ছি।