আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কাদাকাটি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইউপি সদস্য আঃ হান্নান সরদার। মাষ্টার একরামুল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মোঃ রমিজ উদ্দীন রুমি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আহবায়ক লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সদস্য সচিব আঃ কাদের, খাজরা আহবায়ক আঃ ছাত্তার, সদস্য সচিব মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সাবেক সভাপতি আঃ হাকিম বেগ, যুবদল সিঃ যুগ্ম আহবায়ক আজগর গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি আঃ আলীম, বদরুল আলম, মফিজুল ইসলাম, সাবেক মেম্বর মফিজুল সরদার, আবু হাসান ও কৃষক দলের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।