
আল মাহফুজ: ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা নির্বাচনী গণসংযোগ করেন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। ডালিম প্রতিকে ভোট চেয়ে মাছখোলা ক্লাবমোড়,সূদরডাঙ্গী, শিবতলা ও বাজার বাগান এলাকায় গণসংযোগ করেন সৈয়দ মাহমুদ পাপা। টিপটিপ বৃষ্টির মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ডালিম প্রতিকে ভোট দেয়ার জন্য তার সমার্থকরা ভোটারদের আহবান জানান।