
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জল বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবার বিকালে ১নং ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও পথচারীদের মাঝে পাঞ্জাবী প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় সমর্থক ও কর্মীদের উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র ওয়ার্ড। বিশেষ করে এলাকার নারীরা স্ব-উদ্যোগে প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাঞ্জাবী প্রতীকে ভোট চাইছেন। যা চোখে পড়ার মতো।’ এসময় তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন শেখ মোস্তাফিজুর রহমান, আলতাফুর রহমান, আমিনুর রহমান, মোস্তাজিউর রহমান, মোস্তাকিন রহমান, আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।