
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন সেবার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেবার উপদেষ্টা শেখ কামাল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সেবার পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করোনা ভাইরাসে আক্রন্তমৃত ব্যক্তির লাশ দাফন ইউনিটের দলনেতা উপজেলা মসজিদের খতিব মুফতি মতিউর রহমান, সেবার সদস্য সচিব মিজানুর রহমান, মাষ্টার আব্দুল্লাাহ আল মামুন, সেবার লাশ দাফন করনো ইউনিটের সদস্য সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মাষ্টার অনুপ কুমার সহ সেবার সদস্যবৃন্দ।
এ সময় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য সেবার পক্ষ থেকে কিছু দাবি লিখিত আকারে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।মতবিনিময় শেষ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই, হ্যান্ড সানেটাইজার, মাস্ক দেওয়া হয়। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সেবার আহবায়ক মাষ্টার শেখ সাহাজাহান আলী শাহিন।