
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-১৯’র ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় স্কুল চত্ত্বরে ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্কুলের ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মাজেদ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা উকিল বারের যুগ্ম সম্পাদক ও কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে’র সভাপতি এপিপি অ্যাড.আশরাফুল ইসলাম বাবু। স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ আমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: ফজলুর রহমান, জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, ইউপি সদস্য মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, জিবি সদস্য আকলিমা খাতুন, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ইসহাক গাজী, কবি আয়ুব হোসেন, মাস্টার আব্দুস সবুর, মারুফ, লাইব্রেরীর সত্ত্বাধিকারী অভিভাবক মাসুম হোসেন, সাবেক জিবি সদস্য নুরুল আমিন, মাস্টার অব্দুস সালামসহ শিক্ষক মন্ডলী, অভিভাবক, সুধিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। ৬ষ্ঠ,৭ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে দেয়া উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ফলাফলে স্কুলের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ১০ শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্র আবু সাঈদ বলে জানা যায়।