
কামরুল হাসান, কলারোয়া থেকে:
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক আনিসুর রহমানের মৃত্যুতে জ্ঞাপন করেছেনে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কল্যাণ সমিতির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, কল্যাণ সমিতির সম্পাদক বদরুজ্জামান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, শওকত হোসেন, শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, শিক্ষক নেতা শাহানাজ পারভিন, মাস্টার জাকাতুল্যাহ, হুমায়ুন কবির, দিলীপ কুমার, হুমায়ুন আহম্মেদ, মুজিবর রহমানসহ উভয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত রোববার (২৪মে) রাত ১-২০ মিনিট পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে অসুস্থ থাকার পর সরকারি পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আনিসুর রহমান আনিস(৬৩) মৃত্যুবরণ করেন।