
কলারোয়া ব্যুরো: বুধবার (১১ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাদী হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীমান্তবর্তী বিওপির বিজিবি প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। সভায় বক্তাগণ কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চোরাচালান, মাদক, চাঁদাবাজী ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বলে জানানো হয়।ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা মুজিব বর্ষকে সামনে রেখে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে ও ভাষার শহীদদের নামে বিভিন্ন সড়কের নাম করনের জন্য প্রস্তাব করেন।