
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় নতুন বছরের প্রথম দিনে যাত্রা শুরু করলো ‘মহানুভবতার দেওয়াল’ নামের এক মানবিক কর্মকান্ড। উৎসর্গ ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা ও ‘আমাদের কলারোয়া’ ফেসবুক গ্রুপ এই কর্মকান্ড বাস্তবায়ন করে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করছে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, কলারোয়ার পরানপুর গ্রামের আকবর আলির মেয়ে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী নুসরাত নাহিয়ান মিষ্টি অসহায় ও বঞ্চিত মানুষের জন্য এমন একটি উদ্যোগ নেন। সেটি বুধবার বিকেলে সকলের সহায়তায় বাস্তবে রূপ নিলো। কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পার্শ্বে পাইলট হাইস্কুলের দেওয়ালে ‘মহানুভবতার দেওয়াল’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যেখানে লেখা রয়েছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় কিছু পেলে নিয়ে যান’। এই প্রতিপাদ্য বিষয়টিই স্পষ্ট করে দেয় এই মহতী কর্মকান্ডের লক্ষ্য। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, প্রত্যেক মানুষ যদি তারঁ নিজ অবস্থান থেকে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, তাহলে তারা উপকৃত হবেন নি:সন্দেহে। সবাই ভালো থাকুক-এটাই এ কর্মকান্ডের মূল উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, নুসরাতের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আকবর আলি, শিক্ষক অচিন্ত্য কুমার বৈদ্য, উৎসর্গ ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার এটিএম মাহফুজ, আমাদের কলারোয়া গ্রুপের এডমিন সুমিত হাসান ঈষাণ, হেলেনা আশরাফ সুপ্তি, শামিম, মিঠু ভাট, , লিখন, নাঈম, লাবীব, পাভেল, তনু, শাফিউল, আশিক নন্দ, আরেফিন প্রমুখ।