
নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিজের ঘরে নিজে আগুন দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে যেয়ে জানা যায়, জমির ক্রয়কৃত মালিক মেহমানপুর গ্রামের মৃত:সমছের গাজীর পুত্র আকছেদ আলী গাজী জানান, ২০১৪ সালে কোবলা ম‚লে ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করতে থাকেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের খোরশেদ আলীর প্ররোচনায় মেহমানপুর গ্রামের মৃত দেলোয়ার দফাদারের পুত্র আবুল কাসেম দফাদার রাতের আঁধারে সেখানে একটি ছোঁফড়া ঘর তুলে দেয় এবং সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। দুই পক্ষের কাগজ পত্র পর্যালোচনা প‚র্বক বিজ্ঞ আদালতের বিচারক আকছেদ আলী গাজীকে ভোগ দখলের পক্ষে রায় দিয়ে দখল বুঝে নিতে আদেশ প্রদান করেন। সে মোতাবেক গত ৯ নভেম্বর ২০২১ উক্ত জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমার(আকছেদ আলীর) হাত ভেঙ্গে দেয় এবং আমার বেহাইকে হাতে কোপ দেয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করি যার নং-২৭। প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু কু-চক্রীর প্ররোচনায় রাতে সেখানে জোর করে দখল করা জমিতে ছোঁফড়া ঘরে আগুন ধরিয়ে দেয়। যেটা সম্প‚র্ণ সাজানো নাটক। জমির কোবলা দলিল ম‚লে ক্রয় কৃত মালিক আকছেদ আলী প্রকৃত ঘটনা তদন্ত প‚র্বক ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানার বিচক্ষন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে আবুল কাসেমের কাছে ঘর জালানোর বিষয়ে জানার চেষ্টা করে তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পাশের বাড়ীর একজনের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন ভাই এটা সম্প‚র্ণ সাজানো নাটক।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ¦ মীর খায়রুল কবির জানান, এ বিষয়ে প্রকৃত ঘটনা তদন্ত প‚র্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।