
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন করে আরও ৪ ব্যক্তির করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলো। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম(২৫), হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের মৃত করিম বক্সের ছেলে আনারুল ইসলাম (৪৫), কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের নূর আলীর ছেলে আব্দুর রউফ (৪৮) এবং কলারোয়া বাজারের নবজীবন ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা ((ঝঅঈগঙ) সাব অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ফরহাদ হোসেন(৪৩)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনাক্তদের বাড়ি লকডাউন এর প্রক্রিয়া চলছে। বিগত ২৫ জুন তাঁদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে ২৯ জুন সোমবার আসা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এ পর্যন্ত নতুনসহ উপজেলায় ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১৭ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো।