
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় জাতীয় ভোটার দিবস-২১’ উদযাপন করা হয়েছে। “বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার দিবসের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচনী কার্যালয়ে ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভোটার কার্ড বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাথমিক শিক্ষা অফিসার র”হুল কুদ্দুছ তালুকদার, রিসার্স ইন্সপেক্টর মহিতোষ কর্মকার, ইউপি চেয়ারম্যান স,ম, মোরশেদ আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রফিকুল ইসলাম, অফিস সহকারি গোলাম রসুলসহ ভোটারগণ।
উল্লেখ্য, এ পর্যন্ত (২০২১সাল) উপজেলার নতুন ভোটারসহ তালিকাভূক্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ২লাখ ১২ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুর”ষ ১ লাখ ৬ হাজর ৪১৭ ও মহিলা -১ লাখ ৬ হাজার ১৩৬ জন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।