
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় র্যাবের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শাহজাহান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শাহজাহান আলী উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট বাঁশতলা মোড়ের মৃত মোসলেম খার ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া গ্রামস্থ হাজির মোড়ে অভিযান চালিয়ে শাহজাহান আলীকে ৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।