
কামরুল হাসান: কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৫ ব্যক্তি। এ নিয়ে ১ দিনের ব্যবধানে করোনা শনাক্ত হলেন ৮ জন। এদিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলামসহ করোনামুক্ত হয়েছেন ১১ জন। মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত থাকলেন ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।
মঙ্গলবার শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেনঃ সদ্য প্রয়াত কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের স্ত্রী আফরোজা বিলকিস (৬০), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মামুন ইসলাম (২৯), পৌরসভাধীন উত্তর মুরারীকাটি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে শেখ এমরান হোসেন (৪২), কলারোয়া পৌর শহরের রূপালী ব্যাংক ভবনের বাসিন্দা আব্দুল মমিনের স্ত্রী লিপিয়া খাতুন (৩৩) ও দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া (মাঠপাড়া) গ্রামের রাজ আলি গাজীর ছেলে আজিজুল ইসলাম (৪৩)। সোমবার শনাক্তরা হলেন: পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে আফতাব উদ জামান (৩৬), উপজেলার যুগিখালী গ্রামের মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে গোলাম মোস্তফা (২৯) ও হামিদপুরের শংকরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র খালিদ সাইফুল্লাহ (৩০)।
এদিকে সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সহধর্মিণী আফরোজা বিলকিস করোনা পজিটিভ হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।