কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ায় নতুন আরেকজনের করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দঁড়াল সাত জন। নতুন আক্রান্ত যুবকের নাম ইমরান (২৭) এবং পিতার নাম তরিকুল ইসলাম। ইমরানের বাড়ি জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে। এর আগে আক্রান্ত ৬ জনই ছিল চন্দনপুর ইউনিয়নের।
জানাগেছে, ইমরান এর আগে ঢাকার নারায়নগঞ্জে ছিল। শারীরিক অবস্থার অবনতি দেখে গত শনিবার নারায়নগঞ্জে করোনা টেস্ট করতে দেয় ইমরান। এরপর রবিবার সে সাতক্ষীরায় চলে আসে। আজ এসএমএস এর মাধ্যমে ইমরান জানতে পারে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
এবিষয়ে কলারোয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ইমরানকে নিয়ে কলারোয়ায় মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল থেকে ইমরানসহ তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।