
কামরুল হাসান: কলারোয়ায় কর্মহীন, অসহায় ও দুস্থ ১০৮টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ছাত্রলীগ। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসকল ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয় বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস।
তিনি জানান, প্যাকেটভর্তি উপহার সামগ্রীর মধ্যে ছিলো- সেমাই ১কেজি, চিনি ১কেজি, লাচ্ছা সেমাই ১প্যাকেট, নুডলস ১ প্যাকেট, কিসমিস ১০০গ্রাম, বাদাম ১০০গ্রাম ও প্যাকেট দুধ ১প্যাকেট।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাগর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস, সাবেক দপ্তর সম্পাদক শেখ পলাশ হোসেন ও ছাত্রলীগ নেতা শেখ সোহানের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ আরিফ, শেখ তাহের, মো. সিজান, শেখ আরমান, শেখ নাজমুল, শেখ রাকিব প্রমুখ।