
আক্তারুজ্জামান সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে লাকি স্টোর সহ আরো দুটি প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার ।
গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে ০৯ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড়ের লাকি স্টোর, নিপা সুইটস ও দেলোয়ার ফ্লাক্সিলোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ব্যবসা প্রতিষ্ঠানটির ৯৫% পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের পিছনের অংশে থাকা মিষ্টির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো শুক্রবার রাতে লকডাউনের কারণে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান লাকি স্টোরের সত্ত্বাধিকারী পার্শ্ববর্তী মৃত আব্বাস আলীর পুত্র মোঃ ইসাহাক আলী। কিছুক্ষণ পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় এবং মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের ৯৫% আসবাবপত্র ও মালামাল । পরে স্থানীয়দের মারফতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায় কিন্তু ততক্ষণে পুড়ে ছাই । ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, দোকানটি পুড়ে গেছে, আমি ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিবেচনা করার চেষ্টা করবো।