
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি পাটগাঁদা থেকে মেহেদি হাসান নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার দামুরকাটি গ্রামের শাহতলা মোড় এলাকার কালভার্টের নিকটস্থ পাটগাঁদা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার দামুদারকাটি গ্রামের ভ্যান চালক মহিদুল ইসলামের ছেলে।
কলারোয়া থানার ওসি (তদন্ত) বিলাল হোসেন ও এলাকাবাসী জানান, মহিদুল ইসলাম ও তার বন্ধু রাকিব মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দামুদারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। বন্ধু রাকিব বাড়ী ফিরে গেলেও মেহেদি হাসান আর বাড়ী ফিরে আসেনি। বিভিন্ন স্থানে পরিবার-পরিজনের লোকজন অনেক খোঁজা-খুঁজি করে তাকে না পেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মাইকিংও করে তার পরিবার। এক পর্যায়ে বুধবার দুপুরে ইসমাইল হোসেন নামে একজন কৃষক মাঠে কাজ করে বাড়ী ফেরার পথে দামুদারকাটি শাহতলার মোড়ে পড়ে থাকা পাটের আটির নীচে শিশুটির মরদেহ দেখতে পায়। এলাকাবাসী ও পুলিশকে খবর দিয়ে লাশ উদ্ধার করে নিহতের বাড়ীতে নিয়ে আসে। এলাকাবাসী ও পুলিশের ধারনা শিশুটি খেলতে গিয়ে উচু করে লাটদিয়ে রাখা পাটের কয়েটি আটি তার দেহের উপর পড়ে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।