
কামরুল হাসান, কলারোয়া: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ রয়েছে আতংকে। অন্যদিকে বাজার পরিচালনায় প্রশাসন থেকে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি কম থাকায় দ্রব্যমূল্য বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে বেকায়দায়। একারণে সাধারণ মানুষের একটু কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার একমাত্র ভরসা এখন টিসিবি। বেশ কিছুদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ডিলারের মাধ্যমে টিসিবি’র পন্য বিতরণ করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির উপস্থিতিতে হিজলদী বাজারে বিতরণ করা হয় টিসিবির পণ্যসামগ্রী। সেখানে তেল.চিনি ও ডাল বাজারের চেয়ে ২০ থেকে ৫০ টাকা কম দামে কিনতে পারছে মানুষ। এ কারণে টিসিবির ট্রাকে মাল কিনতে মানুষের উপচে পড়া ভিড়।
টিসিবির সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি কেজি প্রতি ৫০ টাকা, মসুরির ডাল ৫০ টাকা ও ছোলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সকাল ৯ টা থেকে চন্দনপুর ইউনিয়ন হিজলদী বাজারে মেসার্স সাহিদা বীজভান্ডারের প্রতিনিধিরা ট্রাকে করে টিসিবির এসব মালমাল বিক্রি করছে। এসময় চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুলইসলাম মনির উপস্থিতিতে মালামাল বিক্রয় করা হয়।
টিসিবির ডিলার সাহিদা বীজভান্ডারে সত্বাধিকারী আজহারুল ইসলাম জানান, কম দামে সঠিক ওজনে তেল, ডাল চিনি বিক্রি করছি। তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিক্রি করা হচ্ছে।