
কামরুল হাসান: কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৭০ লাখ ৫১ হাজার ৫শ’ ২০ টাকার বাজেট ঘোষণা করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।
কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য রাবেয়া খাতুন, রহিমা বেগম কাজল, মনোয়ারা বেগম, শেখ আবুল ফজল, সাহাজুদ্দীন, মফিজুল ইসলাম, আব্দুর রহিম, আজিজুর রহমান, রজবুদ্দীন সরদার, আব্দুল আহাদ সানা, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সচিব তাজমীর আলম, গ্রাম পুলিশ আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আ. আলিম, শেখ আলী হোসেন, ওসমান শাহাজী, শেখ আ. আলীম, রুহুল আমিন, ইয়াছিন আলী, শাহাজান আলী, রফিকুল ইসলাম, আহাদ বিশ্বাসসহ সুধিজন।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা হবে। এসময় বক্তারা ইউনিয়নকে সুন্দর ও মডেল ইউনিয়নে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।